বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ (১০ খন্ড)

0
486
728×90 Banner

সানাউল্লাহ স্বপন : বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সম্পাদনায় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত হতে যাচ্ছে ১০ খন্ডে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ। বাংলাদেশ সরকার ও এশিয়াটিক সোসাইটির যৌথ অর্থায়নে বিগত প্রায় ৬ বছর ধরে সমগ্র দেশব্যাপী মাঠপর্যায়ের জরিপ ও অন্যান্য প্রাথমিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে মহান মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিত এবং শুরু থেকে বিজয় অর্জন পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সামগ্রিক ঘটনাবলীর ছবি, মানচিত্রের ব্যবহারসহ প্রায় ৪ হাজার ভুক্তি আকারে এ জ্ঞানকোষে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের প্রয়াস এই প্রথম। ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ১০ খন্ডের জ্ঞানকোষের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বর্তমানে মুদ্রণের কাজ এগিয়ে চলছে। ১০ খন্ডের মূল্য রাখা হয়েছে ১২ হাজার টাকা। তবে আজ (১৫.১০.২০২০) থেকে প্রাক-প্রকাশনা বা আগাম বিক্রয় শুরু হচ্ছে, যা ২০ নভেম্বর’ ২০ পর্যন্ত চলবে। এ সময় ১০ খন্ডের জন্য মূল্য রাখা হয়েছে মাত্র ৬ হাজার টাকা। অনলাইনে বিকাশের মাধ্যমে কিংবা এশিয়াটিক সোসাইটির কাউন্টারে সরাসরি টাকা জমা দিয়ে বুকিং দেয়া যাবে। প্রয়োজনে যোগাযোগ- ০১৭১২-১২৮০৮৬, www.liberationpedia.org লিংক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here