টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মিডডে মিল কার্যক্রম উদ্বোধন

0
144
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদেরকে পুষ্টি সচেতন ও নিয়মিত আহার গ্রহণ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে মিডডে মিল কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একাডেমী পরিচালনা কমিটির সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে এবং দিবা শাখার সহকারী প্রধান আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। মিডডে মিল কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ অধ্যক্ষ মনিরুজ্জামান, অভিভাবক প্রতিনিধি, গাজীপুর যুব উন্নয়ন কর্মকর্তা মনছুরুল ইসলাম মিলন, প্রভাতি শাখার সহকারী প্রধান আবুল কাশেম, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি নূরুল ইসলাম, নূরুন্নবী, সিনিয়র শিক্ষক ইলিয়াস আহমেদ আকন্দ, জান্নাতুল আক্রাম প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা ও নিয়মিত আহার সম্পর্কে সচেতনতা করণের লক্ষ্যে ছাত্রছাত্রী,শিক্ষক, অভিভাবক একত্রে দুপুরে আহার করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here