টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ শিক্ষক অভিভাবকদের মতবিনিময় সভা

0
249
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় ২০১৯ সালের শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে দিকনির্দেশনামূলক শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা গতকাল শুক্রবার বিদ্যালয় মিলনায়তনে অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সুরুজ্জামান মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। দিক নির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মো: আজমত উল্লা খান। অন্যনের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ আলহাজ্ব মো: ওসমান আলী, গাজীপুর জজকোর্টের স্পেশাল পিপি এড. মো: শাহজাহান, টঙ্গী থানা ওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. মো: হেলাল উদ্দিন, অভিভাবক ফোরামের যুগ্ম আহŸায়ক আজহারুল ইসলাম বেপারী, আওয়ামীলীগ নেতা শহীদ গাজী, আবুল হোসেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ ইনচার্জ, আব্দুল আলীম, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, গোলজার হোসেন, চৌধুরী আশরাফ আলী, আবুবকর সিদ্দিক, জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে এস এসসি জেনারেল শাখা ৪০৬জন ও ভোকেশনাল শাখায় ৮৬জন পরীক্ষার্থী। মোট ৪৯২জন ছাত্রছাত্রী ২০১৯ সালের এসএস পরীক্ষায় অংশগ্রহণ করেন। এছাড়াও ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৫২০জন ছাত্রছাত্রীর মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here