ঠাকুরগাঁওয়ে হিজড়া জনগোষ্ঠীর জন্য নির্মিত “উত্তরণ গুচ্ছগ্রাম” উদ্বোধন

0
250
728×90 Banner

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার কহড়পাড়ায় হিজড়া জনগোষ্ঠীর জন্য নির্মিত “উত্তরণ গুচ্ছগ্রাম” উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ।
বুধবার সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসন এর উদ্দোগে নির্মিত “উত্তরণ গুচ্ছগ্রাম” ২০জন হিজড়া জনগোষ্ঠীকে আজ ঘর হস্তান্তর করা হয়। কহর পাড়া মৌজায় জনপ্রতি সাড়ে ৩ শতক করে মোট শুন্য দশমিক ৯২ একর জমি ২০ জন হিজরাকে প্রদান করা হয়। এছাড়াও গৃহ নির্মাণে ৩০ লাখ, টিউবওয়েল স্থাপনে ২৫ হাজার ও দলিল হস্তান্তর বাবদ ১০ হাজার করে মোট ৩০ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক বরাদ্দ প্রদান করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বহ্নি শিখা আশা, সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) গোলাম মর্তুজা ,ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মুনসুর আলী, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা স্যামুয়েল মার্ডি , নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী সহ সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিজড়াদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয় ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here