রেলমন্ত্রীকে বহিষ্কারের দাবী

0
194
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের প্রধান সংগঠক মোহাম্মদ শামসুদ্দীন ও সাধারণ সম্পাদক আরমান হোসেন পলাশ আজ ১৩ নভেম্বর বুধবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে রেলমন্ত্রীকে বহিষ্কার দাবী করেছেন।
নেতৃবন্দ বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত রেল দূর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ভয়াবহ রেল দূর্ঘটনায় আহতদের দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রয়োজনে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানাই। পরিবহন সেক্টরে চলছে ভয়াবহ নৈরাজ্য। সড়ক পরিবহন, রেল পরিবহন, বিমান পরিবহন ও নৌ পরিবহন সেবার পরিবর্তে আতঙ্কে পরিণত হয়েছে। সড়ক পরিবহনে চাঁদাবাজি, ভাড়া নৈরাজ্য ও অব্যবস্থাপনার ফলে অবহেলা জনিত দূর্ঘটনা ও মৃত্যু এই সেক্টরকে জন ভোগান্তির সেক্টরে পরিণত করেছে। বিমান পরিবহনে নৈরাজ্য, অব্যবস্থাপনা ও দুর্নীতি সর্বকালের সর্বরেকর্ড ছাড়িয়ে গেছে। নৌ পরিবহনেও একই অবস্থা। রেল পরিবহন চলছে ঔপনিবেশিক ধারায়। যা আধুনিক করা খুবই জরুরী। জনগণ বাধ্য না হলে কোন অবস্থাতেই রেলে চড়তে চায় না। অথচ রেলের জন্য রয়েছে একটি মন্ত্রণালয়। চরম নৈরাজ্য, অবহেলা, অদক্ষতার ফলে বারবার রেল দূর্ঘটনা ঘটছে। তেমনি অদক্ষতা ও অবহেলা জনিত দূর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত রেল দূর্ঘটনা। এই অদক্ষতা ও অবহেলার দায় মাথায় নিয়ে বর্তমান রেলমন্ত্রী পদে থাকার যৌক্তিকতা হারিয়েছেন। তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।”
তাঁরা বলেন, “ঢাকা-কুমিল্লা সরাসরি রেল যোগাযোগ ব্যস্থা স্থাপন না করে ত্রিপুরার স্বার্থে ঔপনিবেশিক রেল ব্যবস্থা বজায় রেখেছে সরকার। অর্থ লগ্নিকারী আন্তর্জাতিক অর্থ ব্যবসায়ীরা ঔপনিবেশিক রেল ব্যবস্থা টিকিয়ে রেখে আধুনিকায়নকে পিছন থেকে টেনে ধরছে। মালামাল ও যাত্রী পরিবহনে ভোগান্তি লাঘবের ঢাকা-কুমিল্লা সরাসরি রেল লাইন স্থাপন না করে সনাতনী ঔপনিবেশিক রেলপথকে ডাবল লাইন করে জাতির কাঁধে বোঝা চাপিয়ে রেখেছে। প্রধান সমুদ্র বন্ধর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা সহজিকরণ করলে ঢাকা-কুমিল্লা সরাসরি রেল যোগাযোগ করতো, সিলেটের সাথে চট্টগ্রামগামী রেলের এই ভয়াবহ দূর্ঘটনা ঘটতো না। রেলের দুর্নীতি লুটপাট বন্ধ করতে হবে। দক্ষতা উন্নয়ন করতে হবে। রেলমন্ত্রী বহিষ্কার, দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানাই।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here