তুরাগে রাজউকের জায়গায় অবৈধ মার্কোট।। মিলছে বিদ্যুৎ ও পানি

0
162
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: তুরাগে রাজউকের জায়গা দখল করে মার্কেট বানিয়ে দোকানের পজেশন বিক্রি করা হচ্ছে। সাবেক মেম্বার আওয়ামী লীগের নেতা ইব্রাহীমের নেতৃত্বে এসব দখল বাজি চলছে বলে জানা যায়। ৫২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ডিয়াবাড়ির পঞ্চ বটি এলাকায় রাস্তার ধারে গড়ে উঠেছে নানা ধরণের দোকান। অভিযোগ উঠেছে রাজউকের এসব জাযগা দখল করে ৪০ হাজার থেকে ৫০ হাজারে দোকানের পজিশন বিক্রয় করছে। এ সব পজিশন কিনে দোকান বসাতে দেখা যাচ্ছে দোকানীদের। দোকানদারদের সাথে কথা বলে জানা যায় এক একটা পজিশন তারা কিনছে ৫০ হাজার টাকা করে। আর এই দখল বাজির হোতা ইব্রাহীম মেম্বর। তার সাথে সহযোগিতায় আছে ৫২ নং ওয়ার্ড শ্রমীক লীগ নেতা রুস্তম আর ফারুক। এ বিষয়ে শ্রমীক লীগের কথিত নেতা রুস্তম বলেন, রাজউকের যায়গায় আমি দখল বাজি করিনা এখানে আমার ও একটা দোকান আছে আমি ব্যবসা করি। সরজমিনে গিয়ে লোক জনের সাথে কথা বললে, ইব্রাহীম মেম্বরের সাথে চাঁদাবাজ রুস্তম আর ফারুকের নামটা বার বার উঠে আসে। তবে এ ব্যাপারে ইব্রাহিম মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। আরো একজন রয়েছেন আড়ালে মধু খেয়ে যাচ্চেন তিনি হলেন হকার্সলীগের ফরিদ। ফরিদ নাকি ডিয়াবাড়ি বিদ্যুৎ অফিস থেকে লাইসেন্স প্রাপ্ত। লোকমুখে শুনা যায তিনি নাকি মিটার সেটিং ফিটিং ব্যাবসা করেন। ফরিদের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় শুনে ফোন কেটেদেন। তবে ফরিদের রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জের গ্যারেজ সেখানে দেখাযায়নি কোন বৈদ্যুতিক মিটার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here