ধামইরহাটে কৃষকের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
61
728×90 Banner

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে কৃষি পন্য উৎপাদনে কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জনের ৩টি ব্যাচে ৯০ জন কৃষক-কৃষানীকে দুই দিনের কৃষক প্রশিক্ষনের গতকাল সমাপণী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.কে এম মুনজরে মাওলা। প্রশিক্ষণে পরিবারিক পুষ্টি বাগান স্থাপন, নতুন ফলবাগান স্থাপন ও পুরাতন ফলবাগান পরিচর্যা, উচ্চমুল্য ফসলচাষ এবং নতুন ফসল বিন্যাস ও তৈল ফসলের সম্প্রসারণ বিষয়ে আরও প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. খিজির আহমেদ প্রাং, ধামইরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো.আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন প্রমুখ। কৃষকগণ প্রশিক্ষণলদ্ধ জ্ঞান তাদের পরিবারিক জীবনে কাজে লাগিয়ে নিজেরে জীবনের মানের আর্থিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা কৃষি অফিস।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here