নবীনগরে জমি থেকে বালু উত্তোলন করায় ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা

0
87
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালগড়া গ্রামে শনিবার(২৩/১০) ড্রেজারের মাধ্যমে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করায় জরিমানা করা হয়। এসময় অভিযান চালিয়ে দুইটি ড্রেজার ও পাইপ জব্দ করা হয়। ড্রেজারের ম্যানেজারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ড্রেজার অকেজো করা হয়। উক্ত অকেজো ড্রেজার ও পাইপ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয় এবং স্থানীয়দের জিম্মায় রাখা হয়।
এসময় নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোশারফ হোসাইন বলেন, নবীনগর উপজেলার কোথায় কেউ ড্রেজারের মাধ্যমে মাটি/বালু উত্তোলন করলে সহকারী কমিশনার (ভূমি) এর নিকট অভিযোগ দাখিল করার জন্য অনুরোধ করা হলো। অবৈধভাবে কেউ বালু/মাটি উত্তোলন করলে বিধি মোতাবেক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here