নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানাটি ঘিরে রেখেছে পুলিশ

0
137
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
বাড়িটিতে আস্তানা বানিয়ে বোমা তৈরি দায়ে আব্দুল্লাহ আল মামুন নামের একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক আব্দুল্লাহ মামুন নব্য জেএমবির সক্রিয় সদস্য। গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়। পুলিশবক্সে হামলা চেষ্টার সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মামুন।
পাঁচগাও এলাকায় ঐতিহ্যবাহী মিয়াবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন মামুন। মসজিদের পাশে ছোট্ট ঘরে আস্তানা বানিয়ে বোমা বানাতেন বলে জানিয়েছে পুলিশ। মামুন নব্য জেএমবির সদস্য। তার সাংগঠনিক নাম ডেভিড কিলার বা আব্দুল ওয়াকিল আল খলিফা। বাসাটি ঘিরে রাখা হয়েছে। কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট। তবে ভেতরে আর কোনো জঙ্গি সদস্য নেই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here