নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত আলোচনা সভা : গাইবান্ধায় মানববন্ধন

0
142
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ এর মাসব্যাপী কর্মসূচির সমাপনী উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ৩১ অক্টোবর সকালে চট্টগ্রাম পিটিআই মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, নিসচা’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল। মঞ্চে অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। প্রধান বক্তা নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও অন্যান্য অতিথিবৃন্দ।

গাইবান্ধায় মানববন্ধন

কামরুল হাসান গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদরের গাইবান্ধা -সাঘাটা সড়কের বাদিয়াখালীর ঝুকিপূর্ণ বেইলি সেতু ভেঙে নতুন ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই। দুপুরে নিরাপদ সড়ক চাই গাইবান্ধা জেলা শাখার আয়োজনে পুরাতন বাদিয়াখালী বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠীত হয়েছে। মানববন্ধনে এলাকার ব্যবসায়ী, শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষের স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন,নিরাপদ সড়ক চাই গাইবান্ধা জেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান সরকার মিলন,সদস্য সচিব বিপ্লব ইসলাম, সালাউদ্দীন কাশেমসহ অন্যান্যরা।
১৯৫৪ সালে আলাই নদীর উপর নির্মিত এই বেইলি সেতু দীর্ঘদিন ব্যাবহারের ফলে ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। তিন উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই সেতুটি। দীর্ঘ সময়েও এটি পুর্নাঙ্গ সেতু নির্মাণ না হওয়ার ক্ষোভ জানান বক্তারা। জনদূর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রীজ নির্মানের দাবী জানান তারা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here