পাঁচবিবিতে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা

0
134
728×90 Banner

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি)ঃ জয়পুরহাটের পাঁচবিবিতে শনিবার বন্ধের দিনে ও করোনা ভাইরাসের কারণে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ ব্যবসায়ীর ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা নির্বাহী ম্যাজিষ্টে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারোয়ারের নেতৃত্বে পাঁচবিবি বাজার ও উপজেলার বাগজানা বাজারে দোকানে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাংলাদেশ দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মুদি ব্যবসায়ী আরিফুল ইসলাম দূর্জয় বসাক, দিলীপ চন্দ্র ও অরবিন্দ সরকারসহ প্রত্যেকের ৪ হাজার টাকা এবং উপজেলার বাগজানা বাজারের মাতৃছায়া কসমেটিক্স এন্ড ষ্টোর ও দি নিউ ফ্যাশন টেইলার্স এন্ড ক্লথ ষ্টোরের মালিককে ৬ হাজার টাকা জরিমা মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেন পাঁচবিবি নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদিম সারওয়ার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here