পাবনা উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফশিল ঘোষণা

0
170
728×90 Banner

আর কে আকাশ: পাবনা সদর উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন’র ২০২০-২১ ও ২০২২ সালের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জানুয়ারী পাবনা টাউন গার্লস স্কুলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
তফশিল ঘোষণা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা মঙ্গলবার সন্ধ্যায় খান বাহাদুর শপিং মল-এ উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পাবনা সদর উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন’র নির্বাচন পরিচালনা পর্ষদ’র চেয়ারম্যান পাভেল হাসান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সদস্য সচিব মো. মঞ্জুরুল হক মঞ্জু, আবুল বাশার, আহŸায়ক কমিটির সদস্য মাহমুদুল মুন্সি, আনন্দ দেবনাথ, রবিউল ইসলাম, আলমগীর হোসেন, হারুন মন্ডল; সেলুন শ্রমিক সেলিম হোসেন, মো. ই¯্রাফিল, ইমরান হোসেন, জামিরুল ইসলাম, কিরণ মন্ডল, আলাউদ্দিন বাদল, বিমল চন্দ্র দেবনাথ প্রমূখ। এসময় সদর উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন’র শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের সম্মতিক্রমে আগামী ১৭ ডিসেম্বর ইউনিয়ন কার্যালয়ের নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করা, ২০ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জামানতের টাকা গ্রহণ, ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৫ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, ২৫ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেয়ার তফশিল ঘোষণা করা হয়।
উক্ত নির্বাচনে মোট ১২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা পর্ষদ’র চেয়ারম্যান পাভেল হাসান এবং সদস্য সচিব মো. মঞ্জুরুল হক মঞ্জু নির্বাচনটি অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here