প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ

0
159
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রতিবন্ধীদের উন্নয়নে আওয়ামী লীগ সরকার সব সময় কাজ করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বেসরকারি সংস্থা ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) ৩০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। বার্ডোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার বিকেল সাড়ে ৫টায় এই ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিবন্ধী মানুষের উন্নয়নে পাশে ছিলাম, আছি এবং থাকব। আওয়ামী লীগ সরকার সব সময় প্রতিবন্ধী মানুষদের সাথে আছে এবং প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
বার্ডোর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বার্ডোর কার্যক্রম তুলে ধরে বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য আবাসিক বিদ্যালয়, কম্পিউটার প্রশিক্ষণ, ব্রেইল লাইব্রেরি, ব্রেইল বই প্রডাকশন সেন্টার, চাকরি প্রদান এবং সমাজভিত্তিক পুনর্বাসনের মতো উন্নয়নমূলক কাজগুলো আমরা (বার্ডো) করে থাকি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কামরুল আহসান ও এনার্জিপ্যাকের পরিচালক ইঞ্জিনিয়ার নুরুল আক্তার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ মহিলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বোর্ড পরিচালক সাবিনা আলম।
এ সময় অন্যান্যের মধ্যে বার্ডোর সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহসভাপতি হোসনে আরা বেগম, উপদেষ্টা মোশাররফ হোসেন মজুমদার, মেহেদী শাহিন দিলদার, হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here