বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

0
120
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরের গাছায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে বুধবার সকালে ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্কর্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে মমবাতি প্রজ্জলন করে কর্মসূচীর উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ছিল নানা আয়োজন।
অপরদিকে স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল দিবসটি উপলক্ষে দিনভর বর্ণাঢ্য অনুষ্ঠানমালা নিয়ে ব্যস্ত সময় কাটান। গাছা থানা কৃষকলীগ দিবসটি উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় বোর্ড বাজার এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here