বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য অর্থ বরাদ্দ এবং আবেদন গ্রহণের দাবি

0
70
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য অর্থ বরাদ্দ এবং এমপিওভুক্তির আবেদন গ্রহণের দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ।
আজ ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের আহ্বায়ক শরীফুজ্জামান আগা খান ।
বিবৃতিতে শরীফুজ্জামান আগা খান বলেন, “২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য অর্থ বরাদ্দের বিষয়টি নিশ্চিত হতে না পারায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সর্বশেষ ২০১৯ সালে এমপিওভুক্তির পূর্বে বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে বাজেট নির্দিষ্ট করা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া বলা হলেও চলতি অর্থবছরে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি। আসন্ন অর্থবছরের পূর্বে সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ করা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করে সেই আলোকে প্রয়োজনীয় অর্থ বাজেটে নির্দিষ্ট থাকবে।”
তিনি আরো বলেন, “বর্তমানে আমরা করোনাকালীন কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। করোনা উত্তরকালে শিক্ষাপ্রতিষ্ঠানের একটি বড় সংখ্যক শিক্ষার্থী ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে বর্তমানে যোগ্য বিবেচিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরবর্তীতে নীতিমালায় উর্ত্তীণ হতে পারবে না। এমপিওভুক্তি নিয়ে অনিশ্চয়তা বিরাজ করলে অনেক সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠানের অপমৃত্যু ঘটবে। আমরা দীর্ঘ ১৫-২০ বছর যাবত বিনা বেতনে প্রতিষ্ঠান টিকিয়ে রেখেছি। অনেকের আর চাকুরীর মেয়াদ আছে মাত্র ৫-১০ বছর। আমাদের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার বিষয়টি সংশ্লিষ্ট সকলেই অবগত আছেন। আমরা আশা করি চলতি বাজেটে অধিবেশনের এমপিওভুক্তির জন্য বরাদ্দ নির্দিষ্ট করে অতিসত্বর আবেদন গ্রহণ করা হবে।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here