বিনাশুল্কে চীনের বাজারে যাচ্ছে ৮২৫৬ বাংলাদেশি পণ্য

0
212
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গত বছরের জুলাই থেকে চীনের বাজারে বাংলাদেশের আট হাজার ২৫৬টি পণ্য (দেশটিতে রফতানি পণ্যের ৯৭ শতাংশ) শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০১৯-২০ অর্থবছরে রফতানি আয় ছিল ৩৯ হাজার ৭৫৫ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার। আমদানি ব্যয় ছিলো ৫৫ হাজার ৬৩৪ দশমিক ৮৩ মার্কিন ডলার। মোট বাণিজ্য ঘাটতি ছিল ১৫ হাজার ৮৭৯ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলার। করোনা মহামারির কারণে পূর্ববর্তী অর্থবছরের তুলনায় গত অর্থবছরে যা ১৫ দশমিক ৪৬ শতাংশ কমেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here