বে‌শি দা‌মে জ্বালানি তেল বিক্রির সময় ভ্রার্মমান‌ আদাল‌তে ২ ব্যবসায়ীকে দণ্ড

0
354
728×90 Banner

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁও :পাম্প মালিকদের ধর্মঘটের সুবিধাকে কাজে লাগিয়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে ঠাকুরগাঁওয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পৌরসভার রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা আদায় করেন।
দণ্ডপ্রাপ্ত তেল বিক্রেতারা হলেন- নুরুল হক ও জাফর হোসেন। তারা ঠাকুরগাঁও পৌরসভার রোড এলাকার খুচরা জ্বালানি তেল বিক্রেতা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন জানান, নিজেই ধর্মঘট ডেকে আবার নিজেরাই গোপনে বিক্রেতার নিকট অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে। এমন খবরে দুইজনকে জরিমানা করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁওয়ে ৩২টি পাম্পে তেল বিক্রি শুরু হয়েছে। ক্রেতাদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here