ভুমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণের কোন বিকল্প নেই——–দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী  

0
205
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : দেশে ভুমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুল রহমান । তিনি বলেন, ভুমিকল্প দুর্যোগ বিষয়ক অনুশীলন যা গত ২০১০ সাল থেকে বাংলাদেশে পরিচালিত হয়ে আসছে। আগামী দিনে এই প্রশিক্ষণ ও অনুশীলনকে কাজে লাগিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর কোন বিকল্প নেই। দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক যন্ত্রপাতি সম্পর্কে ঞ্জান ও অনুশীলন একে অপরের মধ্যে বৃদ্বি পাবে। যা আগামী দিন গুলোতে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হয়ে খাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি  রোববার সকালে রাজধানীর ক্যান্টমেন্ট আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত ’’দুর্যোগ প্রতিক্রিয়া অনুশীলন ও এক্রচেঞ্জ ডি বাংলাদেশ ২০১৯ এর পাঁচ  দিন ব্যাপী Disaster  Response Exercise and Exchange (DREE) bangladesh 2019 প্রশিক্ষণ অনুশীলন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাস মন্ত্রনালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও ইউএস আর্মি প্যাসিফিক এর যৌথ উদ্যোগে অনুশীলন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আর্মি ফোর্স ডিভিশন এর সেনাকর্মকর্তা আবু হেনা মোহাম্মদ রেজা হাসান (এসইউপি, এসপিপি, পিএসসি), প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো: শাহ কামাল, ইউএস আর্মি  ব্রিগেডিয়ার জেনারেল Gresory Thomas Day প্রমুখ।(DREE) এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্জলে ভুমিকল্প দুর্যোগ সংক্রান্ত বৃহত্তম অনুশীলন। অনুশীলনটি রোববার ২৭ অক্টোম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোম্বর ২০১৯ ৫ দিন ব্যাপী এক যোগে ঢাকা ও রংপুরে অনুষ্ঠিত হবে।  এবছর (DREE) এর মূল প্রতিপাদ্য হলো- ‘’Resilience through preparedness’’..আয়োজকরা জানান, (DREE) bangladesh 2019  অনুশীলনটিতে ২৩৭ বিভিন্ন সংস্থা হতে ৫০০ এর বেশি অংশগ্রহনকারী অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন। এর সময় অংশগ্রহনকারীর সংখ্যা হবে প্রায় ১২০০। এছাড়া ২০টিরও বেশি দেশের শতাধিক অংশগ্রহনকারী এই অনুশীলনে যোগ দিয়েছেন। এই ধরনের অনুশীলন ভুমিকল্প জনিত দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্বিতে মহায়ক হবে। এবারের মূলপ্রতিপাদ্য  ’Resilience through preparedness’’.  সামনে রেখে (DREE) bangladesh 2019  দুর্যোগ ব্যবস্থাপনার একটি মাইল ফলক হয়ে খাকবে বলে সকলে আশা প্রকাশ করেন।এই অনুশীলনের মূল উদ্দেশ্যসমূহ গুলো হলো- স্কার্চ, রেসকিউ, যোগাযোগ, মেডিক্যাল, ত্রান বিপর্যয়ের ঘটনা ম্যানেজমেন্ট দল (ডিআইএমটি)। কার্যক্রম ইত্যাদির আলোকে ভুমিকল্প মোকাবেলায় Scarch  and rescue, communication, medical sheher, relief   কার্যক্রম ইত্যাদির আলোকে Disaster incident managemmt team (DIMT) প্রতিষ্ঠার মাধ্যমে নিজস্ব সক্ষমতা যাচাই এবং মজবুত করা । দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক যন্ত্রপাতি সম্পর্কে ঞ্জান ও অনুশীলন বৃদ্বি করার মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থাসমূহ জাতীয় ব্যবস্থার সাথে একীভুত করণের প্রয়াস নেয়া। অনুরূপ অনুশীলন যাতে বিভাগীয় দপ্তরের পরিকল্পনাকারী / দুর্যোগ সমন্বয়কারী (সামরিক ও অসামরিক) স্থানীয় পর্যায়ে আয়োজন করতে পারে তার প্রশিক্ষণ প্রদান করা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here