মাতামুহুরী রিজার্ভের অবৈধ কাঠ, বালু, পাথর উত্তোলন বন্ধ করুন: সবুজ আন্দোলন

0
71
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা শাখার উদ্যোগে আজ ১৪ ফেব্রুয়ারি উপজেলা চত্বরের সামনে “মাতামুহুরী রিজার্ভের অবৈধ কাঠ, বালু, পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন” অনুষ্ঠিত হয়। আলীকদম উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, ৩নং নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি সমর রঞ্জন বড়ুয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান।
প্রধান অতিথি বাপ্পি সরদার তাঁর বক্তব্যে বলেন, অনতিবিলম্বে মাতামুহুরী রিজার্ভের অবৈধ কাঠ, বালু, পাথর উত্তোলন বন্ধ করতে হবে। বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য সরকারি উদ্যোগে কৃত্রিম জলাধার নির্মাণ করতে হবে। ইটভাটার কালো ধোঁয়া বন্ধ, কাঠ দিয়ে ইট উৎপাদন বন্ধ করে পরিবেশ বান্ধব ইট তৈরি করতে হবে। উপজেলার কৃষি সম্প্রসারণে নদীর খনন কাজ শুরু করতে হবে, পাহাড় কাটা বন্ধ করতে হবে।
মানববন্ধনে সবুজ আন্দোলনের সদস্য সহ স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here