মান্দায় বিদ্যুৎ লাইনের গাছপালা সাফ করতে গিয়ে মারধরের শিকার শ্রমিক

0
144
728×90 Banner

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পল্লী বিদ্যুৎ লাইনের গাছপালা সাফ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দুই জন শ্রমিক ৷ আজ ২৫ সেপ্টেম্বর রবিবার সকাল থেকেই পল্লী বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছপালা বেড়ে যাওয়ায় গাছের ডালগুলো ছাটাই করছিলেন বিদ্যুৎ শ্রমিকরা৷ এ সময় ডিস ব্যবসায়ী বাবুল হোসেনের ছেলে রুমান হোসেন তাদের ডিস লাইনের তার ছিড়ে যাওয়ায় এক শ্রমিককে গালিগালজ করতে থাকেন ও একপর্যায়ে তার হাতে থাকা একটি রড দিয়ে বিদ্যুৎ লাইনের শ্রমিক কৃপা চন্দ্র দাস ও বিশ্বজিৎ কে মারধর করে৷ সঙ্গে সঙ্গেই শ্রমিকরা তাদের উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে পল্লী বিদ্যুৎ মান্দা জোন এর ডিজিএম আসাদুজ্জামান অভিযুক্ত বাবুল হোসেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার মিটার জব্দ করে৷
ভুক্তভোগী শ্রমিক কৃপা চন্দ্র দাস ও বিশ্বজিৎ মারধরের কথা শিকার করে বলেন আমাদেরকে আন্যায় ভাবে মারধর করা হয়েছে আমরা তার শাস্তির দাবি করি ৷ এ ব্যাপারে অভিযুক্ত বাবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা আমার ডিস লাইনের কয়েক জায়গায় তার কেটে দেওয়াই তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে এ পর্যন্তই পরে তারা এসে আমার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের মিটার নিয়ে চলে যায় ৷ এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ মান্দা জোনের ডিজিএম আসাদুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি জানান, এ ব্যাপারে সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবুল হোসেনের বাসা ও তার ব্যবসা প্রতিষ্ঠানের লাইন বিচ্ছিন্ন করে বিদ্যুতের মিটার নিয়ে আসা হয়েছে৷

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here