মান্দায় জমি নিয়ে বিরোধ বৃদ্ধকে মারধরের অভিযোগ

0
220
728×90 Banner

অসীম কুমার দাস (মান্দা প্রতিনিধি ) : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত বৃদ্ধ এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
গত শুক্রবার দুপুরে জুমার নামাজের পর উপজেলার বান্দাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় মান্দা থানায় অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী বৃদ্ধের নাম আফসার আলী (৬০)। তিনি পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর স্ত্রী রহিমা বেগম জানান, জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশি জিল্লুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার গ্রামের মসজিদে জুমার নামাজ শেষে বাইরে বের হলে প্রতিপক্ষরা আমার স্বামী আফসার আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ নিয়ে বাগবিত-ার একপর্যায়ে জিল্লুর রহমান, মতিবর রহমানসহ তাঁদের লোকজন স্বামী আফসার আলীকে লাঠি দিয়ে বেদম মারধর করে। এতে স্বামীর ডান হাত ভেঙে যায়। এ সময় মসজিদের মুসল্লিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।
ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে জিল্লুর রহমান, মতিবর রহমানসহ চারজনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here