মেহেরপুরের আলেমদের অস্বীকৃতি, লাশ দাফন করলেন সরকারি কর্মকর্তারা

0
105
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত ইদ্রিস আলীর দাফন সম্পন্ন করেছেন সরকারি তিন কর্মকর্তা। তারা হলেন- মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজানুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসেম।করোনাভাইরাস উপসর্গ নিয়ে মৃতদের জন্য ইসলামী ফাউন্ডেশনের ৫ সদস্যর মুজিবনগর আলেম কমিটি মৃত ইদ্রিস আলীকে দাফন করতে অস্বীকার করে।পরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ উসমান গনি জেলা প্রশাসক মোঃ আতাউল গনির অনুমতি নিয়ে দাফন সম্পন্ন করেন।মুজিবনগর ইউএনও মোঃ উসমান গনি বলেন, মৃত ব্যক্তির কাফন-দাফনের জন্য ইসলামী ফাউন্ডেশন কর্তৃক গঠিত পাঁচজন আলেমকে ডাকা হয়। করোনায় মৃত্যুর কথা শুনে তারা লাশ দাফনে অপারগতা প্রকাশ করে। তখন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি স্যারের সাথে আলোচনাক্রমে আমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজানুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসেম লাশ দাফনের উদ্যোগ গ্রহণ করি।শেষ মুহূর্তে গোপালনগর জামে মসজিদের ইমাম মাওলানা তৌহিদুল ইসলাম এসে জানাজায় অংশগ্রহণ ও ইমামতি করেন। মৃত ব্যক্তির আত্মীয়দের মধ্য থেকে চার যুবক জানাজায় অংশগ্রহণ করেন।এ নিয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি একটি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো –অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি……পাঁচজন আলেমই অপারগতা প্রকাশ করে চলে গেলেন!!!!!মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে একজন করোনা সন্দেহভাজন ব্যক্তি মারা গেলেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরীক্ষার জন্য বুধবার (২২ এপ্রিল) তাঁর স্যাম্পল পাঠানো হয়েছে কিন্তু ফলাফল আসেনি।মেহেরপুর জেলা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন-কাফনের ক্ষেত্রে মুজিবনগরের জন্য আলেমদের নিয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। একদিন আমার অফিসে ডেকে তাদের ব্রিফিংও করা হয়েছে।মৃত ব্যক্তির কাফন-দাফনের জন্য আজ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক গঠিত পাঁচজনসহ মোট ছয়জন আলেমকে ডাকা হয়। করোনা সন্দেহে মৃত্যুর কথা শুনে পাঁচজন সদস্যই অপারগতা প্রকাশ করেন। তাঁরা বলেন- আগে থেকে তাঁদের বলা হয়নি করোনা আক্রান্ত ব্যক্তিকে দাফন করতে হবে।” আমি তাদের অনেক বুঝানোর চেষ্টা করলাম, যে ব্যক্তি মারা গেছেন তিনি হয়ত করোনা আক্রান্ত না, শুধু সন্দেহের কারণে স্যাম্পল পাঠানো হয়েছে। তাছাড়া এই কমিটিতো শুধু করোনার কারণে মৃত্যু বা করোনা সন্দেহ মৃত্যু ব্যক্তিদের দাফনের জন্য গঠিত হয়েছে। তথাপিও নানা অজুহাতে তারা একজন-দুইজন করে আমার কক্ষ ত্যাগ করে চলে যান। আমরা তখন খুব বিপদে পড়ে যাই এবং অত্যন্ত নিরুপায় হয়ে পড়ি।তখন ডিসি স্যারের সাথে আলোচনাক্রমে আমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল্লাহর উপর ভরসা করে তিনজন একসাথে লাশ দাফনের জন্য যাত্রা করি।শেষ মুহূর্তে গোপালনগর জামে মসজিদেরইমামমাওলানা তৌহিদুল ইসলাম এসে জানাজায় অংশগ্রহণ ও ইমামতি করেন। মৃত ব্যক্তির আত্মীয়দের মধ্য থেকে চার যুবক জানাজায় অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here