ময়মনসিংহের মেয়র টিটু’র উদ্যোগে করোনা প্রতিরোধে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান

0
158
728×90 Banner

এম এ আজিজ,ময়মনসিংহ : ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন অফিসে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছেন। করোনা কোন আতঙ্ক নয়, সকলের সচেতনতা সৃষ্টিই করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে,সর্বোত্তম পন্থা।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে শুক্রবার দুপুরে নগর ভবনে ময়নসিংহ মেডিকেল কলেজের সহকারী উপ পরিচালক ডাঃ সাইফুল ইসলামের কাছে একশত পিস পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) ও পাচশত পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়া ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের জন্য সিভিল সার্জন ডাঃ এ বি এম মসিউল আলমের কাছে ৫০ পিস পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুইপম্যান) ও তিনশত পিস হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন ।
এসময় উপস্হিত ছিলেন মসিকের স্বাস্থ্য বিভাগের প্রধান মেডিক্যাল অফিসার ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও সেনিটারী কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্হাপনা কর্মকর্তা মহব্বত আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here