রংপুরে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ১৩

0
159
728×90 Banner

সাহানুর রহমান,রংপুর: রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ মঙ্গলবার ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে।
জানাযায়,৩২ নং ওয়ার্ড খোর্দ্দতামপাট সরদারপাড়া উচা ব্রিজের উপর হতে ২০০ পিস ইয়াবাসহ আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক (২৫),পিতা-মোঃ শুকুর আলী,মাতা-মোছাঃ রহিমা বেগম,সাং- খোর্দ্দতামপাট সরদারপাড়া,থানাঃ তাজহাট,রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয় এবং এতদ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর সাথে অজ্ঞাতনামা ২ জনকে আসামী করে তাজহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়।ঘটনা-২ঃ- ১৩/০১/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন সারাই দালাল হাটস্থ পশ্চিম দুয়ারী আধা পাঁকা দুই কক্ষ বিশিষ্ট শয়ণ ঘর থেকে ৩ বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ মাহামুদুল কবির @ রানা (৪৭),পিতা- মৃত আলহাজ্ব আসাদ আলী@ ভুড়ি আসাদ,স্থায়ী : গ্রাম- হারাগাছ (সারাই দালালহাট),থানা- হারাগাছ, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ১৪(ক) ধারায় মামলা রুজু করা হয়।ঘটনা-৩ঃ- ১৩/০১/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন শাপলা চত্ত¡র হইতে রেল ষ্টেশনগামী পাকা রাস্তার পাশে আকাশ সিনেমা হলের সামন থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আসামী মোঃ নওশাদ আলী (৩৫), পিতা- সামসুদ্দিন, সাং- মুসলিমপাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ১৯(১) সারণী ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়।ঘটনা-৪ঃ- ১৩/০১/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন গোমস্তা পাড়াস্থ ক¤িপউটার পয়েন্ট প্রেসের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ গ্রাম গাঁজাসহ আসামী ইনজামুল হক রাব্বী (১৯), পিতা- মোঃ এনামুল হক খোকন, সাং- পাকপাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ১৯(১) সারণী ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়।রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ কর্তৃক গত ১৩/০১/২০২০ খ্রিঃ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভ‚ক্ত কোতয়ালী থানায়-৭ জন, তাজহাট থানায়-২ জন, মহিগঞ্জ থানায়-১ জন এবং হারাগাছ থানায়-৩ জনসহমোট ১৩ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।গত ১৩.০১.২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সকল থানার চেকপোষ্ট ডিউটি কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২২৩ টি মামলা দায়ের করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here