রাঙামাটি পৌরসভার নির্বাচনে ভোটারদের দাবি নির্বাচন নিরপেক্ষ হোক

0
115
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আসন্ন ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত কোদাল মার্কার মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান রানা সাধারন মানুষের সমর্থন আদায়ে মাঠঘাট চষে বেড়াচ্ছেন, দিনরাত এক করছেন মেহনতি মানুষের কোদাল মার্কার প্রচার-প্রচারনায়। সাধারন ভোটারদের দরজায় গিয়ে সমর্থন আদায়ের পাশাপাশি পথসভার মাধ্যমে মেহনতি মানুষের ন্যায্য অধিকার ভোটের ও ভাতের অধিকার আদায়ে কৃষক শ্রমিক খেটে খাওয়া মজদুর একাত্ম হয়ে কোদাল মার্কায় ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করার আহবান জানাচ্ছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। বিলি করছেন কোদাল মার্কার আধুনিক যুগোপযোগী ও উন্নয়নমূখী কর্মকান্ড সংবলিত ২০ দফার নির্বাচনী ইশতেহার ও লিপলেট। সেই সাথে চলছে মাইকিং এর মাধ্যমে ঘোষণা রাঙামাটি পৌরসভা পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত করন বর্জ্য ব্যবস্থাপনা, শব্দদূষণ রোধ, পৌর এলাকায় ফ্রি ওয়াইফাই জোন, পৌরবাসীকে তাৎক্ষনিক সেবা দেওয়ার লক্ষ্যে হ্যালো মেয়র এ্যাপস তৈরী, প্রতি ওয়ার্ডে কাউন্সিলর অফিস করা ফার্নিচার ব্যবসায়ীদের জন্য পৌর এলাকার জমি বরাদ্ধ দিয়ে শিল্প নগরী করা যোগাযোগ শিক্ষাসহ নানামুখী উন্নয়ন পরিকল্পনা।
এমন আধুনিক উন্নয়নমুখী ঘোষনায় উজ্জীবীত হয়ে কোদাল মার্কার সমর্থনে সাধারন মেহনতি মানুষও স্বস্তির নিঃশ^াস ফেলতে শুরু করেছেন, অনেকেই প্রকাশ্যে বলছেন, রাঙামাটি পৌরবাসীর উন্নয়নে এমন সাহসী উন্নয়নমুখী পরিকল্পনা আজ পর্যন্ত কেউ নিতে পারেনি যা কোদাল মার্কার প্রার্থীর রয়েছে। কাজেই অনেক দেখা হয়েছে, এবার আমাদের মত সাধারন মানুষ কোদাল মার্কার প্রার্থীকেই শ্রমজীবি মানুষের প্রতিনিধি করবো। কিন্তু ভোটারদেরও শংসয় কারো কাটেনা, সবার মুখে একটাই প্রশ্ন ভোট সুষ্ঠু নিরপেক্ষ হবে তো! সকলের একটাই দাবি ভোট সুষ্ঠু আনন্দমুখর ও নিরপেক্ষ হোক, সাধারন মানুষ ফিরে পাক তাদের ভোটের অধিকার, সাধারন মানুষের মতামতের প্রতিফলন ঘটুক ।
গতকাল ৩ ফেব্রুয়ারী বুধবার কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য কমরেড আকবর খান রাঙামাটি পৌছেই ট্রাইবেল আদাম মোড়ের পথ সভায় যোগ দিয়ে সাধারন মানুষ আরো উজ্জীবীত করেছেন। বৃহষ্পতিবার সকালে যোগ দিয়েছেন প্রচারনায়, অলিগলি ঘুরে গিয়েছেন সাধারন মানুষের দুয়ারে। বিকালে কাকলী সিনেমা এলাকায় পথসভায় বক্তব্য দিয়ে মেহনতি মানুষের হাতিয়ার কোদাল মার্কার প্রচারনা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনী শেষ প্রচারনা দিন পর্যন্ত যোগ হবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারন সমপাদক সাইফুল হক, নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও পলিট ব্যুরো সদস্য কমরেড আবু হাসান টিপু। আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে বহু আলোচিত রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচন। এখন দেখার বিষয় নির্বাচন কতটুকু সুষ্ঠু হয় এবং কে হবেন রাঙামাটি পৌর সভার উন্নয়নকর্তা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here