রাজধানীতে খাবারের হোটেলে একই পরিবারের দুইজন সহ দগ্ধ ৩

0
215
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর হাজারীবাগের গণকটুলী লেনের একটি খাবারের হোটেলে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে একই পরিবারের দুইজন সহ তিনজন দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ আহতরা হলেন- হোটেলের মালিক মো. শহিদ (৪০), তার বাবা মো. জয়নাল আবেদীন (৬৪) ও হোটেলের কর্মচারী মো. সজীব (২১)। এ ঘটনায় দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (২ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে হাজারীবাগের গণকটুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অগ্নিদগ্ধ শহিদের ভাই মো. কাহিনের বরাত দিয়ে আজ জানান, হাজারীবাগের গণকটুলী লেনের ৩৪/এল নম্বর বাসায় তারা বসবাস করেন। বাসার পাশে শহিদের খাবারের হোটেল। দুপুরে হোটেলে রান্না করার সময় অসাবধনাবশত: গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের পাইপ ছুটে যায়। এরপর সেখান থেকে গ্যাস বের হতে থাকে। পরে তারা তিনজন পাইপটি ঠিক করে লাগানোর চেষ্টা করলে হঠাৎ আগুন ধরে যায়। এতে তারা তিনজনই দগ্ধ হয়। পরবর্তীতে তাদের তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে বার্ণ ইউনিটে ভর্তি আসা হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে এএসআই আব্দুল খান বলেন, অগ্নিদগ্ধ শহিদের শরীরের ৪০ শতাংশ, জয়নালের ৬৫ শতাংশ ও সজীবের ৮ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here