র‌্যাব-১ এর অভিষানে ৩৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

0
111
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : র‌্যাব-১ এর একাধিক অভিযানে বৃহস্পতিবার রাতে ঢাকা টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাং গ্রুপের ৩৭ জন সদস্য গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ১) রাসেল (১৭), ২) আরাফাত (১৭), ৩) রবিন (১৫), ৪) আল-আমিন (২৪), ৫) ইসলাম (২৯), ৬) জুয়েল (২২), ৭) রবিউল (১৬), ৮) মুরাদ (১৭), ৯) মাহাবুব (১৯), ১০) সাদ (২২), ১১) রোহান(২২), ১২) মনা (২৮), ১৩) হৃদয় (২০), ১৪) ওবায়েদ (১৮), ১৫) মোঃ জিসান(১৯), ১৬) মোঃ আকাশ (৩০), ১৭) মোঃ ঈমন (২০), ১৮) মোঃ রমজান (২১), ১৯) মোঃ সজিব(১৮), ২০) মোঃ শাকিব (২২), ২১) মোঃ রাজিব (১৯), ২২) মোঃ আমির হোসেন (৩৬), ২৩) শাহজাহান সাজু @রাসেল (৪৫), ২৪) মোঃ জিলাদ মিয়া (২০), ২৫) মোঃ র্হদয় (১৯), ২৬) আঃ রায়হান (১৫), ২৭) মোঃ বাবু মিয়া (২২), ২৮) মোঃ শাহজাহান (২১), ২৯) মোঃ জালাল মিয়া (২৮), ৩০) লামিম মিয়া (১৫), ৩১) মোঃ রাকিব (১৬), ৩২) মোঃ হিরা মিয়া (১৭), ৩৩) ইমরুল হাসান (১৭), ৩৪) মোঃ সাকিন সরকার রাব্বি (১৮), ৩৫) মোঃ সুজন মিয়া (১৯), ৩৬) খাইরুল (১৯), ৩৭) রাহাত (১৯)। গ্রেপ্তারকৃতরা ০০৭ গ্রুপ, বাবা গ্রুপ, জাউরা গ্রুপ, ভোল্টেজ গ্রুপ, ডি কম্পানি ও জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন গ্রæপের সদস্য। এসময় আসামিদের নিকট হতে ৫০০ গ্রাম গাজা, ২৪ টি মোবাইল, ০১ টি বেøড, ০১ টি কুড়াল, ০১ টি পাওয়ার ব্যাংক, ০৫ টি রড, ১৬ টি চাকু, ০৩ টি লোহার চেইন, ০১ টি হাতুড়ী, ০১ টি মোটরসাইকেল এবং নগদ ২৪২৫০/- টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব-১ জানায়, গতকাল ২২ ফেব্রুুয়ারি রাতে র‌্যাব-১ এর একাধিক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মহাখালী, বনানী, বিমানবন্দর, টঙ্গি ও গাজীপুর এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানে ‘০০৭ গ্রুপের দলনেতা আল-আমিন (২৪), জাউরা গ্রুপের দলনেতা মাহাবুব (১৯), বাবা গ্রুপের দলনেতা সাদ (২২), ভোল্টেজ গ্রুপের- মনা (২৮), ডি কম্পানি – (লন্ডন পাপ্পু চালায়) আকাশ ও আমির হোসেন গ্রুপ’ জাহাঙ্গীর গ্রুপ ওরফে বয়রা জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের এই ৩৭ জনকে গ্রেপ্তার করে।
র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।তিনি আরো জানান, সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here