শাহজালালে ১০ লাখ টাকার ইয়াবা সহ যাত্রী আটক

0
195
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১হাজার ৯শ’ ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন) কর্তৃপক্ষ। তার নাম মো. আবু সাঈদ (২৮)। পরে তাকে জিঞ্জাসাবাদ শেষে বিকেলে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। আটক আবু সাইদ দিনাজপুর জেলার সদর থানার হাজীপাড়া গ্রামর চশির উদ্দীনের ছেলে। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
রোববার দুপুরে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে ইয়াবা সহ আটক করে এপিবিএন পুলিশ সদস্যরা।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল আজ সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুর ১টার দিকে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল আবু সাইদ। তার সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। এসময় কথা বললে সে পুলিশ সদস্যদের বিভ্রান্তিকর তথ্য প্রদান করে। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আবু সাঈদ তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। এপর্যায়ে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার ৯শ’ ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। সে নভোএয়ার এয়ারলাইন্স যোগে কক্সবাজার থেকে ১০ লাখ টাকার ইয়াবা নিয়ে ঢাকায় আসলে এপিবিএন পুলিশ তাকে আটক করে। আলমগীর হোসেন শিমুল জানান, জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আযম মিয়া সোমবার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওসি জানান, জিঞ্জাসাবাদ শেষে মাদক ব্যবসায়ী আবু সাঈদকে আদালতে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here