সাগরিকা দীর্ঘ ১০ বছর পরে আবার ও সংবাদের শিরনাম হল?

0
265
728×90 Banner

নার্গিস চৌধুরী: ২০০৭ সালের এপ্রিল মাসের বিভিন্ন দৈনিক জাতীয় ও সাপ্তাহিক প্রত্রিকায়, শুধু মাত্র বাবার নামে কারণে এস.এস.সি পরিক্ষা দেয়া হল না সাগরিকার সংবাদটি প্রকাশ পায়। এর ফলে সামাজিক ভাবে এই প্রতিবেদন এর উপর বিভিন্ন প্রকার মন্তব্য আসে। এই সংবাদটির মুল বিষয় ছিল সাগরিকা একটি পিতৃ- পরিচয় হীন সন্তান। সারগরিকার মা দরিদ্র পরিবারে সুন্দরী কন্যা ছিলেন। পেটের দায়ে দুর-সম্পর্কের আত্মিয় প্রতিবেশীর মৃত-আজগর আলী বাসা ঠাকুরগাও জেলার বেগুন বাড়ি ইউনিয়নের বান্ধিগর গ্রামের কাজ নেয়। উক্ত আজগর আলীর ছেলে আলতাফুর রহমানের কু-দৃষ্টি পরে সাগরিকার মায়ের উপরে। সেই সময় সাগরিকার মাকে বিয়ে প্রতিশ্রতি দিয়ে তার সাথে শারীরক সর্ম্পক গড়ে তুলেন। তারপর সাগরিকা তার মায়ের গর্ভে আসে। সেই সময় তার মা বিয়ের জন্য আলতাফুর রহমানকে চাপ দিতে থাকে। কিন্তু আলতাফুর অস্বীকার করে। তারপরে তাকে তার বাড়ি থেকে বের করে দেয়। সেই সময় সাগরিকা জন্ম হয়। গ্রামো সমাজের রক্ত চক্ষু অপেক্ষা করেও সাগরিকাকে পড়া শোনা চালিয়ে যায় তার মা। এবার বাদসাদে এস.এস.সি পরিক্ষার সময়, ছোট সাগরিকার প্রতিবাদ ছিল ! আমাকে যে তার কন্যা হিসাবে শিকার করেনা। তার নাম কেন আমি ফরমে লিখবো ? তাই সাগরিকা তার এস.এস.সি ফরম পূরণের সময় ফরমের মধ্যে থাকা বাবা মায়ের ঘরে জায়গায় সে দুই জায়গায়ই মায়ের নাম লিখে। যার কারণে তার এস.এস.সি প্রবেশ পত্র আর আসেনা। তার পরিক্ষা দেয়া অনিশ্চত হয়ে পরে। তখন তার স্কুল এবং স্থানীয় সংবাদিকরা বোর্ডের সংঙ্গে যোগাযোগ করার চেষ্ট করে। তাপরও সাগরিকার এস.এস.সি পরিক্ষা দিতে পারেনি। এই সব ঘটনা ঘটে যাওয়া পর এই বিষয়ের উপরে সাগরিকাকে নিয়ে সেই সময় দৈ: আজকের কাগজ, দেশ বাংলা, প্রথম আলো,যুগান্তর, সমকাল, যায় যায় দিন, নয়া দিগন্ত ইত্যার্দি বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক সংবাদ প্রকাশ হয়। বাবার নামের কারণে সাগরিকার পরিক্ষা দেয়া হল না শিরনামে সংবাদ প্রকাশ হয়। সেই সময় ঠাকুরগাও স্থানীয় সমাজ সেবা সংগঠন মানব কল্যান মাধ্যমে ব্লাস্টার নামক ঢাকা কেন্দ্রক একটি সামাজিক সংগঠন ০২/০৮/২০০৯ ইং তারিখে মহামান্য হাই কোটের ৫৩৪৩-২০০৯নং মামলা অভিযোগ দায়ের করে। মহামান্য আদালত ০৩/০৮/২০০৯ইং তারিখে মহামান্য বিচারপ্রতি সৈয়দ রিফাত আহম্মেদ ও মইনুল আহম্মেদ চৌধুরী দৈতো বেঞ্চ একটি আদেশ দেন। আদেশের সারমর্ম এই, শিক্ষা মন্ত্রনালয় সচিবকে ৩ সপ্তাহের মধ্যে সাগরিকার পিতার সব তথ্য দাখিল করার জন্য নির্দেশ প্রদান করে ও বাংলাদেশের ০৮টি (আট) শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নোটিশ দেন ও বাংলাদেশ পুলিশ প্রধানকে ও নোটিশ দেন। কিন্তু র্দীঘ ১০ বছরেও এই আদেশের কার্যক্রম বাস্তবায়ন হয়েনি। এর ফলে ২৪/০২/২০১৯ইং তারিখে হাই কোটের এন এক্স ২৬নং আদালতের নজরে আনেন আবারও (ব্লাস্ট)। গত ২৫/০২/২০১৯ইং তারিখে মামলা টি আংশিক সুনানি হয় এবং মহামান্য আদালত ৩১/০৩/২০১৯ইং তারিখে পূরনাঙ্গ সুনানির জন্য দিন যায্য করে। উক্ত মামলাটির আদালতের দ্বায়িত্ব প্রাপ্ত মহামান্য বিচারকদের আদেশের অপেক্ষায় আছে। ১০ বছরেও বিচার পেয়েও পায়নি সাগরিকা। সাগরিকার বিচার পেতে আর কত সময়ের প্রয়োজন?

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here