সুষ্ঠু ধারার সংস্কৃতি ও খেলাধুলা জাতী গঠনে অপরিসীম : শাহগীর আলম

0
74
728×90 Banner

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সুষ্ঠু ধারার সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে জাতী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবল, ক্রিকেট এর পাশাপাশি আমাদের দেশীয় বিভিন্ন প্রকার খেলাধুলা আবার ফিরিয়ে আনতে হবে। গ্রাম অঞ্চলে এখনো খেলাধুলার ব্যপক জনপ্রিয়তা রয়েছে এটার প্রমান আজ বিষ্ণুপুর ইউনিয়নে খেলা দেখতে এসে পেলাম বলে জানান জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শাহগীর আলম।
খেলাধুলার মাধ্যমে মানুষকে মাদক থেকে দুরে রাখার যায়।তাই খেলাধুলার বিকল্প নাই বলে মন্তব্য করেন জেলা পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে উপজেলার ছতরপুর খেলার মাঠে জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১১ জানুয়ারি ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিয়া সংস্থার সভাপতি মোঃ শাহগীর আলম।
খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভূইয়ার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন।
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজ্জামেল হোসেন রেজা, উপজেলার সরকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ, ইন্সপেক্টর (তদন্ত) বিমল কর্মকার, আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ মাসুদ, চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, থানার সেকেন্ড অফিসার তৌহিদ আহমেদ, চম্পকনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নুরুল ইসলাম, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম কামরুল হাসান শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী প্রমুখ।
ফাইনাল খেলায় ছতরপুর ফুটবল একাদশ জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের মুখোমুখী হয়। খেলায় ছতরপুর ফুটবল একাদশকে জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব ২-১ গোলে পরাজিত করে।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন, সৌদি প্রবাসী কামাল হোসেন ও আলী হোসেন ।
ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে “ছতরপুর উবায়দুল মোকতাদির চৌধুরী ফুটবল একাডেমি” নামে একটি ফুটবল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here