“স্মাইল গাজীপুর” এর মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

0
25
728×90 Banner

অলিদুর রহমান অলি: “স্মাইল” অর্থ হাসি। আর হাসতে আমরা খুবি ভালোবাসি। ”স্মাইল” একটি সামাজিক সংগঠন। যার কাজ হচ্ছে দরিদ্র ও সুবিদা বঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানো। মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে। পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার মাস। এই রমজানে সারাদিন রোজা রাখার পর আমরা কত বাহারি রকমের খাবার সামনে নিয়ে বসি ইফতার করার জন্য। কিন্তু এমন হাজারো মানুষ আছে যাদের শুধু পানি না শুধু মুড়ি দিয়ে ইফতার করেন। আর মধ্যবিত্ত তারাতো কারোকাছে বলতেও পারেনা আমায় একবেলা খাবার দেও। এসব মানুষের কথা মাথায় রেখে “স্মাইল গাজীপুর” জেলা শাখা আয়োজন করছে মাসব্যাপী ইফতার বিতরন কর্মসূচি। যেখানে স্মাইলের প্রতিটি সদস্য তাদের নিজ অর্থায়নে তাদেরি আশেপাশে থাকা বিভিন্ন শ্রেনীপেশার মানুষদের ইফতার করাচ্ছে।আমাদের আশেপাশে থাকা মধ্যবিত্ত প্রতিবেশি, রিক্সাওয়ালা, ভ্যান চালক, ভিক্ষুক, রাজমিস্ত্রী, শাক বিক্রেতা, দিনমজুর যারা আসে তারা যেনো সারাদিন রোজা রাখার পর একটু সস্তির নিশ্বাস ও তৃপ্তির ঢেকুর তুলতে পারে সেই জন্য একঝাক সেচ্ছাসেবী দিনরাত কাজ করছে।টংগী রেলস্টেশন থেকে শুরু করে চৌরাস্তা পর্যন্ত প্রতিটি অলিগলি ঘুরে প্রকৃত রোজাদার ও খুধার্থ মানুষদের খুজে বের করে প্রতিদিন সর্বনিম্ন ১০-৪০ জন মানুষকে খাবার দিচ্ছে তারা।স্মাইল গাজীপুরের এই মাসব্যাপী ইফতার বিতরন কর্মসূচি বাস্তাবায়নে যে সকল সদস্যদরা অক্লান্ত পরিশ্রম করছে তারা হলো-সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মৌমি,প্রকাশ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উম্মে আয়মান লিমা,কোষাধ্যক্ষ শাওন হোসেন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাদিম আহমেদ জয়,সদস্য তাবাসসুম, নিশি,ফারজানা, শাহারিয়া। এছাড়াও স্বজন সমাবেশের পক্ষ থেকে এ কর্মসূচিতে উপস্থিত থাকেন স্বজন সমাবেশের টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি, সহ সভাপতি মোহাম্মদ রুমান শেখ, স্বজন নাহিদা ইসলাম ইয়াসমিন, নিশা খান, জেসমিন কেয়া, জাহিদ হাসান জনি, সুমি খাতুন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here