৫২ দিনে সর্বনিম্ন শনাক্তের হার

0
66
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার ৩১ জুলাই থেকে টানা ১৫ দিন কমল। এ ছাড়া গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ২০.৬৬ শতাংশে, যা ৫২ দিনের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম ২০.২৭ শতাংশ শনাক্ত হারের তথ্য জানানো হয়েছিল ২৩ জুন। তবে ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে শনাক্তের হার দেশের গড় শনাক্ত হারের চেয়ে বেশি রয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩২.৬৪ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৮৮৫ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৭৮ জন, যা আগের দিনের চেয়ে ১৯ জন কম। এ নিয়ে পরপর দুই দিন ২০০-এর কম মৃত্যুর তথ্য দিল অধিদফতর। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৯৮৮ জনের। সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০৯ জন ছিলেন পুরুষ ও ৬৯ জন নারী। হাসপাতালে ১৭৪ জন ও বাড়িতে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া ৪৫ জন চট্টগ্রাম, ২৩ জন খুলনা, ১৪ জন রাজশাহী, ১১ জন সিলেট, সাতজন বরিশাল, ছয়জন রংপুর ও পাঁচজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১০৭ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৪০ জন পঞ্চাশোর্ধ্ব, ১৩ জন চল্লিশোর্ধ্ব, ১২ জন ত্রিশোর্ধ্ব, চারজন বিশোর্ধ্ব, একজনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ও একজনের বয়স ছিল ১১ বছরের কম। এদিকে দেশের মধ্যে করোনা সংক্রমণ সবচেয়ে কম এখন রাজশাহী বিভাগে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় রাজশাহীতে শনাক্তের হার ছিল ১২.৪২ শতাংশ। অন্যদিকে বরিশাল ও সিলেট বিভাগে বেশ কিছুদিন ধরেই উচ্চ সংক্রমণ বজায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩২.৬৪ শতাংশ ও বরিশালে ২৯.৯৮ শতাংশ ছিল শনাক্তের হার। খুলনা বিভাগে শনাক্তের হার ওঠানামা করছে। ৪৮ ঘণ্টার ব্যবধানে গত ২৪ ঘণ্টায় এই বিভাগে শনাক্তের হার ২০.৫৩ শতাংশ থেকে বেড়ে ২৩.৭৫ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া গত এক দিনে রংপুর বিভাগে ২২.৮১ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২০.৪১ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ২২.৯৬ শতাংশ ও ঢাকা বিভাগে ২০.২৯ শতাংশ ছিল শনাক্তের হার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here