
ডেইলি গাজীপুর স্পোর্টস: আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বিশ্বকাপ জয়ী ফরাসি ডিফেন্ডার লুকা এরনঁদেজ পাঁচ বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন।
২৩ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে কিনতে ক্লাবের ইতিহাসের রেকর্ড আট কোটি ইউরো খরচ হচ্ছে বায়ার্নের।
বায়ার্নে মেডিকেলের সময় তার ডান হাঁটুর একটি লিগামেন্টে চোট ধরা পড়ে। বুধবার এর অস্ত্রোপচারও হয়েছে।
বায়ার্নের সঙ্গে চুক্তি করে উচ্ছ¡সিত এরনঁদেজ বলেন, “আমার ফুটবল ক্যারিয়ারের জন্য এটা সত্যিই গুরুত্বপূর্ণ একটা দিন। বায়ার্ন মিউনিখ ইউরোপ ও বিশ্বের অন্যতম সেরা ক্লাব। বায়ার্নের হয়ে সম্ভব সব শিরোপার জন্য লড়াই করতে পারব বলে আমি গর্বিত।”
সেন্টার-ব্যাক ও লেফট-ব্যাক হিসেবে খেলতে পারা এরনঁদেজ আতলেতিকোর হয়ে লা লিগায় ৬৭ ম্যাচ খেলেছেন। স্পেনের ক্লাবটির হয়ে জিতেছেন ইউরোপা লিগ ও সুপার কাপ। আর রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের সব ম্যাচসহ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছেন লুকা এরনঁদেজ।






