

মোঃ বায়েজীদ হোসেন: আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুর জেলা কারাগারে গুলিতে ৩ কারারক্ষী সহ ১৩ আসামি আহত হয়। কারাগারে বন্দীদের মধ্যে হঠাৎ উত্তেজনা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি করেছে কর্তৃপক্ষ। একের পর এক গুলির শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কারাগারে হঠাৎ কওে বন্দীরা বিক্ষোভ শুরু করে। এ সময় কারারক্ষীদের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ৩ জন কারারক্ষী সহ ১৩ কারারক্ষী আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল গাজীপুর জেলা কারাগারে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সংঘর্ষের সময় রাবার বুলেটের আঘাতে ১৩ জন কারাবন্দী ও তিনজন কারারক্ষী আহত হয়। তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি। এছাড়া কারাবন্দি পালিয়ে যাওয়ার কোন ঘটনাও ঘটেনি। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।






