গাজীপুর মহানগর যুবদল নেতা মোহাম্মদ আলীর উদ্যোগে বিক্ষোভ মিছিল

0
64
728×90 Banner

অলিদুর রহমান অলি: অন্তরবর্তীকালীন সরকারের উদাসীনতায় সারাদেশে নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে টঙ্গীর মিলগেট থেকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক দখল করে কলেজ গেট গিয়ে শেষ হয়।
বিশাল বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী।
মিছিলে অংশ গ্রহণ করেন যুবদল নেতা টুটুল, ফয়েজ, আরিফ, তারেক, বাবু, সেন্টু, বাদশা, রাজু, মাহাবুব, শাকিলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যুবদল নেতা মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি ও দেশনায়ক তারেক রহমানকে বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here