

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর-৬ আসন (কালিয়াকৈর-সাফারি পার্ক এলাকা) বাতিলের সিদ্ধান্তে স্থানীয় রাজনীতিতে নেমেছে গভীর হতাশা ও অনিশ্চয়তা। উচ্চ আদালতের সাম্প্রতিক রায়ের ফলে আসনটি পুনরায় গাজীপুর-২ আসনের অন্তর্ভুক্ত হওয়ায়, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া সম্ভাব্য প্রার্থীরা এখন দিশেহারা অবস্থায় পড়েছেন।
নির্বাচন কমিশনের পূর্বঘোষণায় গাজীপুরে ছয়টি আসনের প্রস্তাব ছিল। এর মধ্যে গাজীপুর-৬ নামে নতুন একটি আসন সৃষ্টি করা হয়। তবে প্রশাসনিক পুনর্বিন্যাস ও আইনি জটিলতার কারণে হাইকোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করেন। এতে করে গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা এবং মনোনয়ন প্রত্যাশীদের মাঝে চরম হতাশা।
স্থানীয় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে মাঠে সক্রিয় ছিলেন। ব্যানার-পোস্টার, গণসংযোগ ও তৃণমূল সভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও আদালতের রায়ে সেই সমস্ত পরিকল্পনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, হঠাৎ করে আসন বাতিলের কারণে তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের সিদ্ধান্তকে তারা শ্রদ্ধা করেন, তবে রাজনৈতিকভাবে এর প্রভাব মূল্যায়ন করে দলীয় পর্যায়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুরের রাজনীতিতে এ সিদ্ধান্ত এক নতুন বাস্তবতা তৈরি করেছে। ভবিষ্যতে প্রশাসনিক সীমারেখা পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত এ অঞ্চলের রাজনীতি অনিশ্চয়তার মধ্যেই থাকবে।






