গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

0
55
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: গাজীপুর-৬ সংসদীয় আসন বহালের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ স্থানীয় সর্বদলীয় নেতাকর্মীরা।
আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হলে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
একই সময়ে টঙ্গী কলেজ গেট, এশিয়া পাম্প ও গাজীপুরা এলাকাতেও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।
স্টেশন রোড এলাকায় কয়েকশ নেতাকর্মী নিয়ে বিক্ষোভে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী গাজী সালাউদ্দিন। এছাড়া টঙ্গী কলেজ গেট এলাকায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম পাপ্পু সরকার, আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির আহমেদ, বিএনপি নেতা জসিম উদ্দিন ভাট ও টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, টঙ্গী, গাছা ও পুবাইলের একাংশ নিয়ে গাজীপুর-৬ আসন গঠিত হয়েছিল। আদালতের নির্দেশে আসনটি বাতিল করা হয়েছে। সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে আমরা এই আসন পুনর্বহালের দাবি জানাচ্ছি।
তাঁরা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগের দাবিও জানানো হয়। জানা গেছে, গাজীপুরে এবার নতুন করে ৬ আসন যুক্তকরণের প্রস্তাবনা হয়। বিষয়টি নিয়ে হাই কোর্টের রায়ের অপেক্ষায় ছিলেন এ আসনের নেতাকর্মীরা। তবে গত দুই দিন আগে হাইকোর্টের রায়ে ছয় আসন বাতিলের সিদ্ধান্ত আসে। শুনানির পরপরই ফের আসন রক্ষায় আপিল করে বিএনপি।
এ ঘটনায় বুধবার সকালে আসনটির বিএনপির নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও টায়ারে আগুন দেন নেতাকর্মীরা।
গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, টঙ্গীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ হচ্ছে। যার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here