নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান

0
282
728×90 Banner

হলধর দাস : বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এমপিওভূক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ১০% কর্তনের প্রতিবাদে নরসিংদী জেলা শিক্ষক সমিতির উদ্যোগে গত মঙ্গলবার নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে শিক্ষকদের এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। শিক্ষক নেতা মাসুকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, জাতীয় শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা, জেলা শাখার সহসভাপতি মো: শফিকুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম সরকার, কেন্দ্রীয় নেতা রঞ্জিত দেবনাথ, রায়পুরার সভাপতি হারুন অর রশিদ, নরসিংদী সদরের সভাপতি শামুসল আলম,শিবপুরের যুগ্ম সম্পাদক বেনজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পলাশের সভাপতি খোরশেদ আলম, তমিজ উদ্দিন আকন্দ, তপন আচার্য্য প্রমুখ। মানববন্ধন শেষে মিছিল সহকারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে দাবী না মানলে শিক্ষকেরা অবিরাম ধর্মঘট, আমরন অনশন ও অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট কার্যালয় ঘেরাও এর কর্মসূচী ঘোষণা করেন। একঘন্টা মানববন্ধন শেষে জাতীয় শিক্ষক নেতা জনাব রঞ্জিত কুমার সাহার নেতৃত্বে বিক্ষোভ মিছিল সহ জেলা প্রশাসক কার্যালয়ে যায়। সেখানে শিক্ষক নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপ-সচিব ড. মাহবুব-উল-করীম হাতে প্রধানমন্ত্রী বরাবর দেয়া স্মারকলিপি তুলে দেন। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উপ-সচিব ড. মাহবুব-উল-করীম অবস্থানরত শিক্ষকদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত ভাষণে বলেন, কেটে নেয়া টাকা আপনাদেরই চাকুরীর শেষে ফেরৎ দেয়া হবে। তবে বিষয় বিস্তারিত আমি অবগত নই যে কী কারণে আগে কেটে নিচ্ছেন কর্তৃপক্ষ। আমার হাতে দেয়া স¥ারক লিপি আমি যথাসময়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পৌঁছে দিব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here