
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সাংবদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি জিহাদুর রহমান জিহাদের সভাপতিত্বে শনিবার রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, একুশে টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, কুদ্দুস আফ্রাদ,বরুণ ভৌমিক নয়ন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমন , সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, নারী সাংবাদিক সমিতির সভাপতি নাছিমা সোমা, সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মনির, সহসভাপতি জাহিদুর রহমান খান, নুর ইসলাম (একুশে সংবাদ) ও রহমান জাহিদ (আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ফারাবি হাফিজ, অর্থ সম্পাদক রনি রেজা, দপ্তর সম্পাদক মনোজ হালদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী তুষার আহমেদ, জনকল্যাণ সম্পাদক আফরোজা নাজনীন প্রমুখ উপস্থিত ছিলেন।







