
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে ট্রাক ও অটেরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। পূবাইল থানার এসআই মোহাম্মদ জামিল রাশেদ জানান, নগরীর মেঘডুবি এলাকায় সোমবার সকাল ৭ দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা অটোরিকশার যাত্রী। আনুমানিক ৩৮ বছর বয়সী নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। নিহত জসিম উদ্দিন (৩৮) শেরপুরের নালিতাবাড়ি থানার মোক্তার রাণীগাঁও এলাকার আইয়ূব আলীর ছেলে। তিনি শহরের ভোগড়া এলাকার ভেলমন্ট পোশাক কারখানার আয়রনম্যানের কাজ করতেন। আহতরা হলেন- নগরীর ধীরাশ্রম এলাকার আবদুল সাত্তার (৫০), জয়নাল আবেদীন (২৮), আসাদ (১৫) এবং চৌরাস্তা এলাকার রাহাত (২২) ও দুলাল চন্দ্র। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই রাশেদ বলেন, নগরের চৌরাস্তা থেকে পূবাইলমী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক আরোহী ঘটনাস্থলে নিহত এবং পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান এসআই।






