করোনায় অসহায়দের পাশে এসএসসি’ ৯৮ এইচএসসি ২০০০ ফ্রেন্ডস

0
209
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনার করাল গ্রাসে বিশ্ব এখন মহাসঙ্কটে। এই মহামারি করোনা ভাইরাসের ছোবল থেকে বিশ্ব কবে মুক্তি পাবে এখনো কেউ জানেনা। করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। কিন্তু যাদের একদিন কাজ না করলে পেটে আহার জুটেনা তাদের অবস্থা একেবারেই করুণ। তাদের পাশে এখন সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে। মানবিকতার হাত বাড়িয়ে দিতে হবে। অনেকেই সাহায্য করছেন।
করোনায় এক ধরনের কর্মহীন হয়ে পড়ায় মানবেতন জীবনযাপন করছেন অসহায়, দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষেরা। বিশেষ করে দৈনিক উপার্জনের ওপর নির্ভর করা মানুষদের অবস্থা সব থেকে শোচনীয়। এমন সব মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছে এসএসসি’ ৯৮_এইচএসসি ২০০০ ব্যাচের বিভিন্ন পেশাজীবি বন্ধুরা। তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত ফেসবুক ভিত্তিক কমিউনিটি গ্রুপ ‘এসএসসি’ ৯৮_এইচএসসি ২০০০ ফ্রেন্ডস’ গত ৮মে শুক্রবার থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অসহায় রোগীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে। প্রতিদিন ১শ’ জন রোগী, আনসারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এই হাসপাতালটিতে সাধারণত দরিদ্র এবং অসহায় মানুষেরা বেশি চিকিৎসা নিতে আসেন। কিছু কিছু রোগীর অবস্থা আসলে এতটাই খারাপ যে তাদের পাশে কোন আত্মীয়-স্বজন নেই। অসহায়ের মত তারা বিছানায় শুয়ে থাকেন। তাই এই গ্রুপটি তাদের ডাক্তার বন্ধু সহ অন্য পেশাজীবি বন্ধুরা মিলে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই কার্যক্রম গ্রহণ করেছেন।
যারা এই উদ্যোগের সমন্বয়ে আছেন তারা হলেন ফারুক-উজ-জামান, মো. মুশফিকুল ইসলাম, আশরাফ রিমন, মঞ্জুর-এ মাওলা, সাবিনা ইয়াসমীন বিনা, কাজী মো. আলী নূর, শারমিন সুপ্তি, শাহাদাত মানিক, শাকিল আহমেদ, রুবা রহমান, শাহনাজ সুলতানা ঝর্ণা, রাজীব মজুমদার, জিয়া রহমান, রুপম আক্তার, সাইদুল হাসান ও ৯৮ গ্রুপের অগণিত সদস্য।
সংগঠনটির কয়েকজন উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্ধত্বের গণসংযোগের পাশাপাশি সমাজের দরিদ্র, ছিন্নমূল এবং অসহায় মানুষদের নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার প্রত্যয় নিয়ে ২০১৮ সালে গড়ে তোলা হয় ফেসবুক ভিত্তিক কমিউনিটি গ্রুপ ‘এসএসসি’ ৯৮_এইচএসসি ২০০০ ফ্রেন্ডস’। যার অন্যতম শ্লোগান হলো ‌‌’তোরা মানুষ না, তোরা ৯৮’।
এরপর থেকেই বিভিন্ন সময় অসহায় মানুষদের সাহায্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সংগঠনটি। বন্যা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও তারা ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন। হেলথফান্ডের মাধ্যমে তারা তাদের ব্যাচের বন্ধু যারা আর্থিক দিক দিয়ে সংকটে আছেন তাদের সহায়তা করছেন। এবার এই সংগঠনটি উদ্যোগ নিয়েছেন করোনার কারণে কর্মহীন হয়ে পড়া এবং অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের।
উদ্যোক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ফোন দিয়ে সহযোগিতা চাচ্ছেন। আমাদের টার্গেট কয়েক হাজার পরিবারকে সহযোগিতা করা।
গ্রুপটির তরফ থেকে ইতোমধ্যে যে সকল উদ্যোগ নেয়া হয়েছে সেগুলো হলোঃ
১/ আর্থিক সহায়তা
বন্ধুদের জন্য টাকা সংগ্রহ করে যাদের দেওয়া হবে সমগ্ৰ বাংলাদেশ থেকে তাদের নাম সংগ্রহ করে তাদের সাথে কথা বলে যাচাই করে বিকাশের মাধ্যমে তাদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া।
২/ পিপিই বিতরণ
ডাক্তার বন্ধুদের যাদের পিপিই’র প্রয়োজনীয়তা আছে তা যাচাই করে তালিকা তৈরি করা। পরে পিপিই পৌঁছে দেওয়ার সকল ব্যবস্থা করা। ইতোমধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ ৪১তম ব্যাচের (SSC’98) পক্ষ থেকে এই গ্রুপের ডাক্তারদেরকে এই পিপিই সরবরাহ করা হয়।
৩/ ইফতার বিতরণ
দুঃস্থদের এবং মিটফোর্ড হাসপাতালের রোগীদের খাবার, ইফতারের জন্য টাকা সংগ্রহ করা ও যারা রান্না এবং খাবার বিতরণ করে তাদের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করে পুরো উদ্যোগের সমন্বয় ও ব্যবস্থাপনা করছে এসএসসি’ ৯৮_এইচএসসি ২০০০ ফ্রেন্ডস’ গ্রুপটি।
এর আগে গ্রুপটি পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে। এছাড়াও গ্রুপের পক্ষ থেকে ডাক্তা এবং অন্যান্য পেশার বন্ধুদের নিয়ে আয়োজন করা হয়েছে ৯৮_০০Talkies। যেখানে এই মহামারির সময়ে প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি পরামর্শ দেয়া হয়েছে আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে যেমন: মানসিক স্বাস্থ্য, লকডাউনের সময়ে চাইল্ড কেয়ার ইত্যাদি।
গ্রুপটির প্রতিনিধি সকল উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে গ্রুপের সদস্যদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক-সচেতনতামূলক কাজ করার জন্য তারা অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here