
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর ৩নং রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র-গুলিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতের নাম-ফেরদৌস মজুমদার মাসুম (৩১)। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লুর নেতৃত্বে উত্তরা পশ্চিম থানার ৫নং সেক্টরের ৩নং রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে বিদেশী অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে।
এছাড়াও, গ্রেফতারকৃত ফেরদৌস উত্তরা পশ্চিম থানার বিস্ফোরক দ্রব্যাদি আইনে রুজুকৃত মামলার একজন পলাতক অভিযুক্ত।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু করা হয়েছে।






