শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট’র শিক্ষার্থীদের পুনর্মিলনী লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

0
139
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা ২০ নভেম্বর শনিবার রাতে ইনষ্টিটিউটের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ইনষ্টিটিউটের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। জামালপুর হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন শাহীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল্লাহ, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান খান, ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আশরাফ হোসেন ইকবাল, ঢাকার খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম আজম হিরন, নেত্রকোণা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অপু সরকার, যোগনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসরাত জাহান রিতা, ময়মনসিংহের সহকারী কটন ইউনিট অফিসার মোঃ আইয়ুব আলী, শ্রীবর্দী উপঝেলার সহকারি শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সিলেটের শ্রীমঙ্গল কেয়ারের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ এমদাদ হোসেন, শেরপুর কটন ইউনিট অফিসার মোঃ ইসরাইল হোসাইন, এটিআই গাজীপুরের উপ-সহকারী প্রশিক্ষক হাসনাত শামীমা শিলা, ঝিনাইগাতি উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা খন্দকার মাসুদুর রহমান, প্রমুখ।
সভায় প্রত্যেকেই পুনর্মিলনী করার পক্ষে মতামত দেন। পুনর্মিলনী কিভাবে সফল ও সার্থক করা যায় এই বিষয়ে বক্তারা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভায় সর্বসম্মতিক্রমে অনুষ্ঠিতব্য পুনর্মিলনী সফল করার লক্ষ্যে আগামী ০৪.১২.২০২১ তারিখ শনিবার ঢাকায় আরো বৃহত্তর পরিসরে প্রস্তুতিমূলক সভা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। খুবই সুন্দর, আন্তরিক ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে সভা সম্পন্ন হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here