বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিতে সরকারের সমস্যা কোথায়?…. যুব জাগপা

0
99
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): যুব জাগপার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মীর আমির হোসেন আমু ও সদস্য সচিব ইসহাক মীর এক যৌথ বিবৃতিতে বলেছেন, “দেশের সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে জীবন—মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিজ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি এবং ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। বাংলাদেশের চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশের বিশেষায়িত হাসপাতালে স্থানাস্তর করা অতীব জুরুরী প্রয়োজন বলে জানিয়েছেন। সারা দেশের মানুষ তাই মনে করছেন।”
বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান জানিয়ে বিবৃতিতে তাঁরা বলেন, “এ অবস্থায় সরকারের কাছে অনুরোধ, সব ধরনের প্রতিহিংসা, সংকীর্ণতা, দল ও ব্যক্তি স্বার্থ পরিহার করে অতিশীঘ্র খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য বিদেশে সুচিকিৎসা গ্রহণের সুযোগ দিন।”
নেতৃদয় আশা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে সুচিকিৎসা করার অনুমতি দেবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here