
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরের কোনাবাড়ির দেউলিয়াবাড়িতে ঝুটের গুদামে বুধবার রাতে আগুন লেগে সাতটি ঝুট গুদাম, মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কর্মীরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, গাজীপুর মহানগরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং সাতটি গুদামে থাকা মালামাল ও গুদাম পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, প্রথমে দেলোয়ার হোসেনের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
পরে তা দদ্রুত মো.সগীর, তাইজুল ইসলাম, রমজান আলী, আবুল হাসেম, রতন মিয়া ও তুহিন মিয়ার গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে তিনটি, সাভার থেকে একটি, জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দুইটি এবং ডিবিএস গ্রুপের মিনি ফায়ার স্টেশন থেকে একটি ইউনিটের কর্মীরা গিয়ে রাত পৌনে ১১টায় আগুন নেভায়।
