আঘাত

0
422
728×90 Banner

আকিব শিকদার

অবহেলা নিয়ে বাঁচার চেয়ে মৃত্যু ভাল, করুণা চাই না
তীব্র আঘাত দাও
আলো দিতে না পারো যদি অন্ধকারেই ঠেলে দাও
গায়ে আগুন ধরাতে পারো, মিথ্যা ছায়া আমি চাই না।

যেটুকু আঘাতে পাথরে ফুটে ফুলকী, সেটুকু আঘাত যদি পাই
আগুনের যন্ত্রণা ভুলে যাবো আলো-প্রাপ্তি আনন্দে
পতঙ্গের পাখা পুড়ে যায় বকুলের আঁচে, কামিনীর গন্ধে
তাই সে পারে না উড়ে যেতে অন্য কোথাও।

পিঁপড়ের পরিবার ভেঙে গেলে পড়ে রয় গুড়িমাটি রন্ধ্রে
সে মাটি দেখার সাধ পিঁপড়ের নাই
ছলনা ভুলতে চাই
তীব্র আঘাত দাও, করুণা আমি তো চাই না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here