আমিরাতেও বাংলাদেশের সাথে মিল রেখে এসএসসি পরীক্ষা শুরু

0
298
728×90 Banner

মো. শাজাহান খান : আরব আমিরাত থেকে: বাংলাদেশের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুটো বাংলাদেশী শিক্ষা প্রতিষ্ঠানে আজ শনিবার হতে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। বাাংলাদেশ সময়ের সাথে মিল রেখে স্হানীয় সময় সকাল আটটায় পরীক্ষা আরম্ভ করা হয়।
বাংলাদেশ দূতাবাসের তত্বাবধায়নে আমিরাতের রাজধানী আবুধাবীতে অবস্থিত শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুর এন্ড কলেজে এ বছর মোট ৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মীর আনিসুল হাসান জানালেন মোট পরীক্ষার্থীর ২১ জন মেয়ে এবং ১৮ জন ছেলে এবার অংশ নিয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৬ জন মেয়ে, ১৩ জন ছেলে এবং বাণিজ্য বিভাগে ৫ জন ছেলে এবং ৫ জন মেয়ে অংশ নিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান সকালে পরীক্ষার হল পরিদর্নশ করেন।
অন্যদিকে দুবাই কনস্যুলেটের তত্ত্বাবধায়নে উত্তর আমিরাতের রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজে এবার অংশ নিয়েছেন মোট ২৭ জন পরীক্ষার্থী। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব পেয়ার মোহাম্মদ জানালেন ১৮ জন ছেলে এবং ৯ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে বিজ্ঞানে ১৬ জন এবং বাণিজ্য বিভাগে ১১ জন অংশ গ্রহণ করেছেন।
দুই স্কুলের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্রছাত্রীগণ ভাল ফলাফলে আশাবাদী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here