
মো.ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় বাংলাদেশ ছাত্রলী’র ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা ছাত্রলীগ নেতা ফয়জুল ইসলাম আশিক তালুকদার’র নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭১ বর্ষপূর্তি আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলা ছাত্রলীগ। আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন।
