
ডেইলি গাজীপুর প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক কাপাসিয়া শাখা আর্ত মানবতার সেবায় অসহায়, দরিদ্র গ্রাহক ও শীতার্তদের মাঝে তিনশত কম্বল বিতরণ করেছে। ১৬ জানুয়ারী বুধবার বিকালে ব্যাংক কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
কাপাসিয়া শাখার ব্যবস্থাপক মো রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নীলিমা রায়হানা, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, ব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ নূরুল্লাহ ফুয়াদ, ব্যবসায়ী আবদুল কুদ্দুস প্রমুখ।
আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক কাপাসিয়া শাখা প্রতি বছর কম্বল, গাছের চারা ও অন্যান্য সামগ্রী বিতরণ করে থাকে।
