

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন আয়োজনে তিন দিন ব্যাপি বন্ধু মেলা গতকাল ৯ জানুয়ারি সোমবার দুপুরে কাপাসিয়ার বানার হাওলা গ্রামে প্রয়াত আলীগ নেতা খালেদ খুররম এর বাড়ীর সামনে শুরু হয়। বঙ্গতাজ কন্যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি ভার্চুয়ারি এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতা সমবেতভাবে পাঠ করে অনুষ্ঠান উদ্বোধন করেন ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ খাঁন। মেলায় কার্পাশ তুলা, হস্তশিল্প, নারীর সাজ, কারু শিল্প, হাতের কাজ, পিঠা ঘর, মৃত শিল্প বিভিন্ন স্টল রয়েছে।
বন্ধু ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা ড.ইন্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, আলীগ নেতা আ. হালিম খোকন, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সংগঠনের ঢাকা জোনের জোনাল ম্যানেজার এম এ মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে খালেকুজ্জামান বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন, প্রশমন ও অভিযোজন, নারী ও সুবিধাবঞ্চিত মানুষের ক্ষমতায়ন এবং মানবিক মূল্যবোধ গড়ার লক্ষে কাজ করছি। পরিবেশ বান্ধব বন্ধুচুলা, জলবায়ু বান্ধব কৃষি, সৌরবিদ্যুত চালিত সুপেয় পানি ও বৃক্ষরোপন কর্মসূচি রয়েছে।
